ডেস্ক রিপোর্ট: গত দুই দিন যাকে ঘিরে ভারত-পাকিস্তান সংকটের আলোচনা উত্তাপ ছড়িয়েছে, ভারতীয় বিমানবাহিনীর সেই পাইলট অভিনন্দন বর্তমান মুক্তি পেয়ে পাকিস্তান থেকে দেশে ফিরলেন। সংবাদমাধ্যম টাইমস নাউ তার দেশে ফেরার খবর নিশ্চিত করেছে। সারা ভারত তার ভূমিকাকে বীরোচিত মনে করছে। যেখানে তাকে হস্তান্তর করার কথা ছিল, সেই ওয়াঘা সীমান্তে এখন মানুষের ভিড়। সংবাদমাধ্যমের নজরও এখন সেখানেই কেন্দ্রীভূত। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের আকাশসীমায় ঢুকে বিমান থেকে বোমাবর্ষণ করে। পরদিন বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত ও এক পাইলটকে আটক করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে ইঙ্গিত দেন, শান্তি স্থাপনে ভূমিকা রাখলে তারা অভিনন্দনকে ফিরিয়ে দিতে রাজি। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুক্তির সিদ্ধান্ত জানান। অসমর্থিত সূত্রে বিজনেস টুডে জানিয়েছে, এরই মধ্যে তিনি লাহোরে পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। অসমর্থিত সূত্রে বিজনেস টুডে কিছুক্ষণ আগে তার লাহোরে পৌঁছানোর খবর দিয়েছিল। এবার সম্প্রচারমাধ্যম টাইমস নাউ জানালো, অভিনন্দন এখন ভারতের মাটিতে।
জনপ্রিয়
পাবনায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত
শহর প্রতিনিধি: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে পাবনায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বই উৎসব। কাল...