বিনোদন প্রতিবেদক : অনেক দিন থেকে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় কমেডিয়ান আফজাল শরীফ। মেরুদ-, কোমর ও পায়ের ব্যথায় ভুগছিলেন প্রায় পাঁচ শ’ ছবির এই অভিনেতা। এখনো নিয়মিত থেরাপি নিতে হয় তাকে। এবার দেশের বাইরে উন্নত চিকিৎসা নিতে যাবেন তিনি। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আফজাল শরীফ নিজেই।
এই অভিনেতা বলেন, ‘এখন কিছুটা ভালো আছি। তবে এখন খুব বেশি কাজ করা সম্ভব হয় না। তারপরও টুকটাক অভিনয় করে যাচ্ছি। চিকিৎসা নিয়মিত চলছে। এটার কোন মাফ নাই। নিয়মিত চিকিৎসার মধ্যেই থাকতে হচ্ছে। একদিন বাদেই থেরাপি করা লাগে। নিয়মিত ঔষধ খেতে হয়। দোয়া করবেন ঈদের পরে দেশের বাইরে যাবো চিকিৎসার জন্য। কোন দেশে গেলে ভালো হয় ভাবছি। কয়েকটা হাসপাতালে কথা বলেছি। যেখানে ভালো হয়, চিকিৎসা নিয়ে আসবো।’
ঈদের কোন নাটকে কী অভিনয় করছেন? আফজাল বললেন, ‘না এখনো এবারের কোনো ঈদের নাটকে অভিনয় হয়নি। এটিএন বাংলার কমেডি আওয়ারে পারফর্ম করেছি। আজ (২২ এপ্রিল) ইত্যাদিতে কাজ করবো। কিছু কিছু কাজ তো করতেই হয়। বাদ দেওয়া যায় না।’
আফজাল শরীফ কিছুদিন ভালো থাকেন। আবার অসুস্থ হয়ে পড়েন।