এস এম আলম. পাবনায় শহীদ এ্যাড. আমিন উদ্দিন ষ্টেডিয়ামে রুচি দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ এর খেলা অনুষ্ঠিত হয়েছে বিকালে শহীদ এ্যাড. আমিন উদ্দিন ষ্টেডিয়ামে স্মিথ কোচ ট্রেনিং সেন্টার বনাম পাবনা পাইরেটস এফ সি-র খেলা অনুষ্ঠিত হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন স¤পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব , স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পরিচালক আব্দুল খালেক , পাবনা পাইরেটস এফ সি এর সাধারন সম্পাদক এ্যাড. আব্দুল হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, পাবনা পাইরেটস এফ সি ট্রেজারার মোসাদ্দেক আলী খান খসরু, রবিউল ইসলাম চৌবে ডাবলু, পাবনা পাইরেটস এফ সি-র ম্যানেজার আকরাম হেসেন মিনু সহ ক্লাবের সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ। এ লীগে চলন বিল, চত্রাক বিল, দিকশাইল বিল, বিল গন্ডহস্তী, বড় বিল ও বিল কুড়–লিয়া নামে ৬টি গ্রুপে জেলার মোট ২৪টি দল অংশ নিয়েছে। খেলায় পাবনা পাইরেটস এফ সি ৭-০ গোলে জয়লাভ করে ।
জনপ্রিয়
পাবনায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত
শহর প্রতিনিধি: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে পাবনায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বই উৎসব। কাল...