সংবাদদাতা: পূর্ব শত্রুতার জেরে পাবনার হেমায়েতপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাকু এর বাড়িতে মোটরসাইকেল, ফ্রিজ টিনের চাল ও লোহার গেটে আঘাত করার ও হত্যার হুমকি দেয় দুর্বৃত্তরা। এ মর্মে পাবনা সদর থানায় অভিযোগ করেন মুক্তিযোদ্ধার স্ত্রী ফরিদা খাতুন। বুধবার দুপুরে ঐ ঘটনায় দামি মোটরসাইকেল ভেঙে ফেলে এসময় প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। মুক্তিযোদ্ধা সাকুর ভাইয়ের স্ত্রী ফেরদৌসী বলে দুপুরে দেখি আমাদের বাসার সামনে অনেক চেঁচামেচি একটুখানি খোলা গেট দিয়ে উঁকি দিয়ে দেখি লাঠি অস্ত্র নিয়ে প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ দোকান বাসার সামনে রাখা মটরসাইকেল ভাংচুর করেছে, তিন চার জন গেট ভেঙে ভেতরে ঢুকতে চেষ্টা করে। লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় তুমূল উত্তেজনা বিরাজ করছে। ঘটনায় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে বলে হেমায়েতপুর ফাড়ির এস আই সোলেমান। স্থানীয় ইউপি সদস্য ওবায়দুর রহমান তিব্র নিন্দা জানিয়ে বলেছেন একজন মুক্তিযোদ্ধার বাড়িতে এরকম হামলা কখনই মেনে নেয়া যায় না।
জনপ্রিয়
পাবনাকে একটি আধুনিক জেলা গড়তে চাই -এমপি প্রিন্স
পিপ: পাবনা -৫ (সদর) আসনের তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, জেলার ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে পাবনাকে একটি...